যাঁরা সরকারি চাকরি করতে চান, তাঁদের সামনে সুযোগ উপস্থিত হয়েছে। ভারতীয় রেলে বেশ কয়েক হাজার নিয়োগ করা হবে। এসবই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। ভারতীয় রেলের নন টেকনিকাল পপুলার ক্যাটেগরির অধীনে বহু পদ ফাঁকা রয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অনলাইন পরীক্ষার মাধ্যমে ৩৫, ২০৮টি পদ পূরণ করবে। ভারতীয় রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিতে এই নিয়োগ করা হবে। এর মধ্যে ২৪, ৬০৫টি পদ হল গ্র্যাজুয়েট লেভেলের এবং বাকি ১০,৬০৩ টি পদ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। সাধারণ ক্যাটেগরির পরীক্ষার্থীদের জন্য ১৮-৩৩ বছর, ওবিসিদের জন্য ১৮-৩৬ বছর, এসসি এসটিদের জন্য ১৮-৩৮ বছর।