কলকাতা

আগামীকাল সাড়ে ১১টায় রাজ্য সরকারের সঙ্গে বৈঠক মেট্রো কর্তৃপক্ষের

পরিষেবা চালু ও স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনার জন্য আগামীকাল রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নবান্নে অনুষ্ঠিত হবে এই বৈঠক। সেখানে কবে থেকে মেট্রো পরিষেবা চালু করা হবে, যাত্রীদের কী কী বিধি মানতে হবে এই সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। তবে ৭ বা ৮ তারিখ নয়, মেট্রোর চাকা গড়াতে গড়াতে লেগে যেতে পারে আরও এক সপ্তাহ। সম্ভবত ১৫ সেপ্টেম্বর খুলবে কলকাতা মেট্রো রেলের দরজা। বুধবার বিকেলে নবান্নে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, এব্যাপারে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন মুখ্যসচিব। আলোচনা করেই দিনক্ষণ স্থির করা হবে।

কলকাতা মেট্রোর নির্দেশিকা 

🔴 প্রত্যেক যাত্রী এবং মেট্রো কর্মীকে ফেস মাস্ক পরতে হবে। যদি কেউ না পরে আসেন, তাহলে মেট্রো রেল কর্পোরেশন তা বিক্রি করতে পারবে। সেই বন্দোবস্ত রাখতে হবে।
🔴 উপসর্গহীন ব্যক্তিরাই যাতায়াত কর‍তে পারবেন।
🔴 আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারে উৎসাহ দিতে হবে। অর্থাৎ, এটি বাধ্যতামূলক নয়।
🔴 স্মার্ট কার্ড এবং নগদহীন / অনলাইন লেনদেনের মাধ্যমে টিকিট বিক্রিতে বেশি জোর দিতে হবে। তবে টোকেন এবং পেপার স্লিপ / টিকিটের ব্যবহার বন্ধ করা হচ্ছে না।
🔴 স্টেশনের প্রবেশ পথেই থাকবে স্যানিটাইজার। কন্টেইনমেন্ট জোনে স্টেশন বন্ধ।
🔴 সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে মেট্রো স্টেশন এবং ট্রেনের ভিতরে মার্কিং করতে হবে।
🔴 ভিড় সামলানোর জন্য দু’টি মেট্রোর ব্যবধান নিয়ন্ত্রণ করতে হবে।
🔴 ধাক্কাধাক্কি এড়াতে স্টপেজ টাইম বাড়বে। চাইলে কোনও স্টেশনে ট্রেন নাও থামতে পারে।
🔴 ভিড় নিয়ন্ত্রণে মেট্রো রেল কর্তৃপক্ষকে রাজ্য পুলিস-প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষা করতে হবে।
🔴 যে সব মেট্রোয় একাধিক লাইন আছে, ১২ সেপ্টেম্বরের মধ্যে তাদের সব লাইনকে কার্যকর করতে হবে।
🔴 অল্প জিনিসপত্র নিয়েই মেট্রোয় উঠতে হবে। স্ক্যানিংয়ের সুবিধের জন্য ধাতব বস্তু না আনলে ভালো।