বিহার আদালতের আর্জি খারিজ করল শীর্ষ আদালত। নেটফ্লিক্সের ডকু সিরিজ ‘ব্যাড বয় বিলিয়নেয়ার্স’ থেকে সাহারা কাণ্ডে অভিযুক্ত সুব্রত রায়ের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে পিটিশন দায়ের করা হয়েছিল। ২ সেপ্টেম্বর বুধবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ডকু সিরিজ ‘ব্যাড বয় বিলিয়নেয়ার্স’। প্রিমিয়ার হওয়ার আগেই এই সিরিজটি তিনটি আলাদা আলাদা আদালতে তিনরকমের পিটিশনের মুখোমুখি হয়েছে। কিন্তু কোনওটাতেই আটকানো যায়নি এর মুক্তি। বিহারের স্থানীয় একটি আদালত এই ওটিটি প্ল্যাটফর্মে সুব্রত রায়ের নাম ব্যবহার রোখার জন্য পিটিশন দায়ের করা করেছিল সুপ্রিম কোর্টে। সত্যম কম্পিউটার সার্ভিসেসের প্রতিষ্ঠাতা রামলিঙ্গ রাজুর আবেদন করেন যাতে এই ডকুসিরিজটি মুক্তি না পায়। আবেদনের শুনানি পর হায়দরাবাদের একটি দেওয়ানি আদালতও সিরিজটির মুক্তিতে বাধা দেওয়ার চেষ্টা করে। সুপ্রিম কোর্ট ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে নিম্ন আদালতের আদেশকে চ্যালেঞ্জ করার জন্য স্বাধীনতা দিয়েছে। বলা হয়েছে, ডকুসিরিজ ‘ব্যাড বয় বিলিয়নেয়ার্স’ যাতে বাধাপ্রাপ্ত না হয়, তা নিশ্চিত করতে তারা পাটনা হাইকোর্টে পাল্টা অভিযোগ দায়ের করতে পারেন। এর আগে ‘ব্যাড বয় বিলিয়নেয়ার্স’-এর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেছিলেন পিএনবি প্রতারণা কাণ্ডে অভিযুক্ত মেহুল চোকসি। আজব দাবি করে দিল্লি হাইকোর্টে মেহুল চোকসি আবেদন রেখেছিলেন, মুক্তি পাওয়ার আগে তথ্যচিত্রটি তাঁকে দেখাতে হবে। ভারতের ঋণখেলাপিদের প্রতারণার কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই ডকুমেন্টারি সিরিজটি। ব্যাঙ্কের টাকা হাতিয়ে বিদেশে চম্পট দেওয়ার অভিযোগ রয়েছে নীরব মোদি, মেহুল চোকসি, রামলিঙ্গ রাজু, বিজয় মালিয়াদের মতো ধনকুবেরদের বিরুদ্ধে। তাঁদের জীবনযাপন কেমন, তাই দেখানো হবে এই সিরিজে।