উত্তর ২৪ পরগণাঃ করোনা আবহে রাজ্যের বিভিন্ন বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি করা হচ্ছে বলে অভিযোগ করছেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা। চলছে বিক্ষোভ-প্রতিবাদ। এই বিষয়ে আদালতও পদক্ষেপ করেছে। তবে তাতেও কমেনি এই ধরণের সংঘাত। ফি বৃদ্ধি নিয়ে অভিভাবকদের বিক্ষোভ প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ভাঙচুর হল উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামের নামী ইংরেজি মাধ্যম স্কুলে। সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদেরদের কাছ থেকে বাড়তি ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন অভিভাবকরা। প্রতিবাদে তারা দীর্ঘসময় বিক্ষোভ দেখান। পর স্কুলের গেট ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুরও করা হয়। স্কুলের প্রিন্সিপাল পলাশ সাহার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধস্তাধস্তিতে আহত হয়েছেন কয়েকজন নিরাপত্তা রক্ষী।