আগামী ২৯ নভেম্বরের আগেই হবে বিহারের বিধানসভা ভোট। শুক্রবার একথা স্পষ্টই জানাল জাতীয় নির্বাচন কমিশন। বলা হল, ২৯ নভেম্বর বিহারের চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই সেখানে ভোট করানো হবে। কমিশন জানিয়েছে, ভোটের নির্ঘণ্ট যথা সময়ে প্রকাশিত হবে। বিহারের ভোটের সঙ্গেই দেশের বিভিন্ন রাজ্যে লোকসভা ও বিধানসভার উপ-নির্বাচনগুলি হবে। একটি লোকসভা ও ৬৪টি বিধানসভা আসনে এই উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে সেগুলি স্থগিত রাখা হয়েছিল। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কেরল ও অসমে এই উপ-নির্বাচন হবে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ ও জোটসঙ্গী বিজেপি ছাড়া বিহারের প্রায় সব বড় রাজনৈতিক দল বিধানসভা ভোট পিছনোর দাবি তুলেছিল। যদিও সেই দাবি উড়িয়ে নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, বিহারের বিধানসভা ভোট নির্দিষ্ট সময়ের মধ্যেই নেওয়া হবে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকাও প্রকাশ করেছিল কমিশন। নির্বাচন কমিশনের তরফে এদিন জানানো হয়, বিহারের বিধানসভা ভোটের পাশাপাশি প্রায় একই সময়ে বিভিন্ন রাজ্যের উপ-নির্বাচনগুলি হবে। এর ফলে নিরাপত্তা বাহিনী ও অন্যান্য রশদ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এদিন এক সাক্ষাৎকারে বলেন, চলতি বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগে অর্থাৎ ২৯ নভেম্বরের মধ্যে বিহারে ভোট করাতে হবে।