সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগল নারকেলডাঙার ক্যানাল ইস্টরোড লাগোয়া ছাগলপট্টি বস্তিতে। ভস্মীভূত হয়ে যায় প্রায় ১০০টি ঝুপড়ি। একাধিক জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। ঝলসে গিয়েছে ট্রান্সফর্মারও। প্রথমে একটি ট্রান্সফর্মার ফেটে যায়। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পর পর অনেকগুলি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। লকডাউনের জন্য অনেকেই চাল মজুত করে রেখেছিলেন সেখানকার বাসিন্দারা। সব পুড়ে ছাই হয়ে যায়। যদিও দমকলের ৯টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । দমকল সূত্রে খবর, এই ঝুপড়ির পাশেই নারকেলডাঙা থানা । ফলে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় পুলিশ । তারা দ্রুত দমকলে খবর দেয় । প্রথমে মানিকতলা ফায়ার স্টেশনের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের জন্য আসে । পরে ক্যানাল ওয়েস্ট রোড ফায়ার স্টেশনের ইঞ্জিনও পৌঁছায় । ঝুপড়িতে প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে আগুন । যদিও ঝুপড়ির সবকটি ঘর থেকে বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসে । ফলে, কেউ হতাহত হয়নি ।