বেসরকারিকরণের তালিকায় এবার দুর্গাপুর ইস্পাত কারখানাও! অ্যালয় স্টিল প্ল্যান্টের পর ডিএসপি’র নাম বিলগ্নীকরণের তালিকায় দেখেই শোরগোল দুর্গাপুরের শ্রমিক মহলে। তীব্র আতঙ্কের পাশাপাশি ক্ষুব্ধ শ্রমিক সংগঠনগুলি। সত্যিই কেন্দ্রীয় সরকারি এই সংস্থাকে বেসরকারি হাতে ছেড়ে দিচ্ছে কেন্দ্র? বিভ্রান্তি কাটাতে অর্থ মন্ত্রকের কাছে চিঠি লিখে বিস্তারিত জানতে চাইলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া। দুর্গাপুর স্টিল নিয়ে সরকারের সঠিক অবস্থান কী, তা জানতে চেয়ে কেন্দ্রকে চিঠি লিখেছেন তিনি। সম্প্রতি চণ্ডীগড়ের এক ব্যক্তি তথ্য জানার অধিকার আইনে বিলগ্নিকরণের তালিকায় থাকা রাষ্ট্রীয় সংস্থাগুলির নাম জানতে চান অর্থ মন্ত্রকের কাছে। গত ২৪ আগস্ট তার উত্তরে অর্থ মন্ত্রকের অধীনে থাকা ‘ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড পাবলিক অ্যাসেট ম্যানেজেমেন্ট’ ২৬ টি সংস্থার একটি তালিকা দেয় তাঁকে। সেই তালিকায় সেইলের ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট, সালেমের সঙ্গে দুর্গাপুর স্টিল প্ল্যান্টেরও নাম রয়েছে। ৩ বছর আগে প্রথম পর্বেই ভদ্রাবতী, সালেম ও দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টে এই বিলগ্নীকরণের প্রক্রিয়া শুরু হয়। যদিও বাধার মুখে পড়ে অ্যালয় স্টিল প্ল্যান্টে সেই প্রক্রিয়া মুখ থুবড়ে পড়ে। কিন্তু এবার আচমকাই সেই তালিকায় অ্যালয় স্টিল প্ল্যান্টের বদলে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নাম ঢুকে যাওয়ায় চরম আতঙ্ক ও বিভ্রান্তির মধ্যে শ্রমিকরা।