দেশ

ভয় দেখাতে শূন্যে গুলি চালায় চিনা বাহিনী, পাল্টা দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছিল চিনের সেনাবাহিনী। পাল্টা বিবৃতি জারি করে ভারতীয় সেনাবাহিনীর তরফে দাবি করা হল, ভারত নয়, চিনা বাহিনীর তরফেই শূন্যে গুলি ছোড়া হয়। সেনার অভিযোগ, ভারতের দখলে থাকা একটি ফরওয়ার্ড পজিশনের দিকে এগিয়ে আসছিল চিনা সেনা। তখন তাদের নিষেধ করে ভারতীয় জওয়ানরা। এর পরই চিনা বাহিনী শূন্যে গুলি চালিয়ে ভারতীয় জওয়ানদের ভয় দেখানোর চেষ্টা করে বলে দাবি করা হয়েছে সেনার বিবৃতিতে। এ দিন প্রথমে চিনের সেনাবাহিনীর তরফে অভিযোগ করা হয়, প্যাংগং লেকের দক্ষিণ পাড়ে এবং শেনপাও পার্বত্য এলাকায় বেআইনি ভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে তাঁদের ভূখণ্ডে অনুপ্রবেশ করে ভয় দেখানোর জন্য গুলি চালায় ভারতীয় জওয়ানরা।