কলকাতা

পরীক্ষার্থীদের জন্যই ১৩ সেপ্টেম্বর মেট্রো চলবে, জানাল মেট্রোরেল কর্তৃপক্ষ

নিট পরীক্ষার্থীদের সুবিধার্থে ১৩ সেপ্টেম্বর মেট্রো চলবে। আজ এক প্রেস বিবৃতি দিয়ে জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তবে ১৩ সেপ্টেম্বর সাধারণ যাত্রীরা মেট্রোয় উঠতে পারবেন না। শুধুমাত্র পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা এই সুবিধা নিতে পারবেন। সাধারণের জন্য পরিষেবা চালু হবে ১৪ সেপ্টেম্বর থেকে। মেট্রো কর্তৃপক্ষের তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অর্থাত্‍, নোয়াপাড়া এবং কবি সুভাষ দু’টি স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টায়। দিনভর ৬৬টি রেক চালান হবে। তারমধ্যে ৩৩টি আপ এবং ৩৩টি ডাউন লাইনে। ১৫ মিনিট পর পর মেট্রো চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার্থে। তবে এ দিন কোনও টোকেন দেওয়া হবে না। প্রিন্টেড কার্ড টিকিট ইস্যু করা হবে পরীক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের জন্য। যদিও সেই টিকিট মিলবে অ্যাডমিট কার্ড দেখানোর পরে। মেট্রোর গেটে পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড যাচাই করা হবে, তারপরেই স্টেশনে প্রবেশের অনুমতি মিলবে।