দেশ

রামমন্দির ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেআইনিভাবে ৬ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেআইনিভাবে ৬ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনায় অযোধ্যা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত করতে বলা হয়েছে ৷ জানা গেছে , লখনউয়ের ২টি ব্যাঙ্ক থেকে চেকের মাধ্যমে এই টাকা তোলা হয়েছে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসে যখন তৃতীয়বার ৯ লক্ষ ৮৬ হাজার টাকা তোলার চেষ্টা করা হয় ৷ এরপরই ব্যাঙ্কের ম্যানেজার ট্রাস্টের সেক্রেটারি চমপাত রাইকে বিষয়টি যাচাই করার জন্য ফোন করেন ৷ কিন্তু চমপাত রাই জানান , তিনি এরকম কোনও চেক অনুমোদন করেননি ৷ পুলিশের তরফে জানানো হয়েছে , তদন্তে জানা গেছে , এর আগেও কয়েকবার টাকা তোলা হয়েছে ৷ ১ সেপ্টেম্বর ব্যাঙ্ক থেকে আড়াই লক্ষ টাকা তোলা হয়েছিল ৷ এর ২দিন পর টাকার পরিমাণটা বেড়ে দাঁড়ায় সাড়ে ৩ লক্ষ ৷ ক্লোন করা সেই চেকে ট্রাস্টের সদস্যদেরও সই ছিল। জানা গেছে, রাম মন্দিরের অ্যাকাউন্ট থেকে জাল চেক দুটি ভাঙিয়ে সেই টাকা ট্রান্সফার করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্টটি সম্পর্কে খতিয়ে খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা। কী ভাবে অত টাকার চেক জাল হল এবং সে জাল চেকে টাকাও তোলা গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রতীকী ছবি।