জেলা

দুর্গা পুজো নিয়ে ফেক নিউজ ছড়ানোর গ্রেপ্তার মূল অভিযুক্ত, ভুয়ো খবর রটিয়ে ৫ মাসে পুলিশের জালে ২৫৯ জন

রাজ্যের পরিস্থিতি নিয়ে ভুয়ো খবর রটানো হচ্ছে বলে বারবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের খবর রটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুর্গাপুজো নিয়ে ভুয়ো খবর রটানোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য গত মঙ্গলবার পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তিনি। তার ৪৮ ঘণ্টার মধ্যে এই খবর ছড়ানোর মূল অভিযুক্তকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশ। গত ৫ মাসে ভুয়ো খবর ও ধর্মীয় বিদ্বেষমূলক খবর রটানোর ঘটনায় ২৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার রাজ্য পুলিশের তরফে টুইট করে এই বিষয়টি জানানো হয়েছে। টুইটে বলা হয়েছে, ‘হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে দুর্গাপুজো নিয়ে ভুয়ো খবর যে ব্যক্তি তৈরি করেছিল ও ছড়িয়েছিল তাকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ মাসে ভুয়ো খবর ও ধর্মীয় বিদ্বেষমূলক খবর ছড়ানোর অভিযোগে মোট ২৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। দয়া করে ভুয়ো খবর ছড়াবেন না।’