দেশ

কোভিড গাইডলাইন মেনে পরীক্ষা দাও, নিট পরীক্ষার্থীদের জন্য টুইট বার্তা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

 করোনা সংক্রমণের মাঝেই আজ দেশজুড়ে প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসছে। আর তার আগেই পরীক্ষার্থীদের উদ্দেশে এক বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোভিড গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। সেইসঙ্গে আত্মবিশ্বাস ধরে রেখে পরীক্ষা দেওয়ারও বার্তা দিয়েছেন তিনি। রবিবার টুইট বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আমি নিট পরীক্ষায় বসতে চলা সব পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আত্মবিশ্বাসী যে জয়েন্টের মতো নিট পরীক্ষার মধ্যেও পরীক্ষার্থীরা কোভিড গাইডলাইন মেনে চলবে। সেইসঙ্গে ধৈর্য, সংযম ও আত্মবিশাসের সঙ্গে পরীক্ষা দেবে তারা।’ তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে প্রতিটি রাজ্য সরকার পরীক্ষার্থীদের সুরক্ষার বিষয়ে সব দিক খতিয়ে দেখে সুন্দর বন্দোবস্ত করেছে। সেই জন্য সব রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। সবাইকে আমার শুভেচ্ছা।’