কলকাতা

নিট পরীক্ষার্থীদের জন্য আজ বিশেষ মেট্রো পরিষেবা

পরীক্ষার্থীদের জন্য কলকাতা শহরে আজ বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হল। রবিবার সকাল বেলা মেট্রো স্টেশনে দেখা গেল নতুন নিয়মানুযায়ী যাত্রীদের প্রবেশ। প্রথমে মেট্রো প্রবেশ করতে গেলে যাত্রীদের থার্মাল স্ক্রীনিং করে মেট্রো প্রবেশ করতে হচ্ছে । এবং মেট্রোর প্রবেশ করার পর সেখানে সমস্ত যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করতে হচ্ছে । স্টেশন চত্বরে উপস্থিত রয়েছেন সমস্ত মেট্রো আধিকারিকরা। এবং মেট্রো যারা কর্মী আছেন তাদের মাধ্যমে মেট্রো স্টেশন পুরোপুরি জীবাণুমুক্ত করার কাজ চলছে। এর পাশাপাশি আধিকারিকরা উপস্থিত রয়েছেন তারা সমস্ত রকম সুরক্ষাবিধি মেনে এদিন সেখানে কাজকর্ম করছেন। আগামীকাল ১৪ সেপ্টেম্বর থেকে শহর কলকাতা মেট্রো পরিষেবা পুরোপুরি ভাবে শুরু হচ্ছে এবং প্রত্যেকটি মেট্রো স্টপেজে ৩০ সেকেন্ড করে দাঁড়াবে এবং প্রতি ১৫ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো বলে জানা গেছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে।