কলকাতা

এখনও শুরুই করা যায়নি মেট্রোর ই-পাসের অন-লাইন বুকিং পরিষেবা

আগামী কাল সোমবার সকাল আটটা থেকে শুরু হতে চলা মেট্রো পরিষেবা সুনিশ্চিত করতে গলদঘর্ম সাধারণ যাত্রী। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার রাত আটটা থেকে ই-পাসের জন্য অন-লাইন বুকিং শুরুর কথা ছিল। কিন্তু রাত ৯টা পর্যন্ত এই স্বয়ংক্রীয় ব্যবস্থা চালুই হয়নি। স্বভাবতই প্রশ্ন উঠছে, সোমবার সকালে যাত্রীরা কীভাবে মেট্রো পরিষেবা পাবেন। জেনারেল ম্যানেজার মনোজ যোশী জানান, একসঙ্গে বহু মানুষ ই-পাসের জন্য আবেদন করছেন। সেই কারণে সার্ভারে সমস্যা হতে পারে। স্বভাবতই আগামী দিনে ই-পাস নিয়ে সাধারণ যাত্রীদের চূড়ান্ত হয়রান হওয়ার আশঙ্কা করছে মেট্রো কর্তাদের একাংশ। এ নিয়ে নতুন করে রেল-রাজ্য তরজার সম্ভাবনা দেখছে সংশ্লিষ্ট মহল। কারণ, ই-পাসের জন্য নির্দিষ্ট অ্যাপ প্রস্তুতকারী সংস্থা নবান্ন নির্বাচন করেছে। এই সংস্থা পরিবহণ দপ্তরের পথদিশা অ্যাপ তৈরি করেছিল। পাশাপাশি ই-পাসের প্রস্তাব ছিল রাজ্যের। সবমিলিয়ে এ নিয়ে ভবিষ্যতে কোনও বড় সমস্যা তৈরি হলে, দায় এড়াতে পারে রেল কর্তৃপক্ষ।