করোনার জেরে লকডাউনের ফলে মার্চ মাস থেকে উড়ান বন্ধ ছিল পশ্চিম বর্ধমান জেলার অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে। আজ থেকে আবার বিমান উড়তে চলেছে। ঠিক ১৭২ দিন বা প্রায় ৬ মাস পরে দুর্গাপুর-মুম্বাই ও দুর্গাপুর-চেন্নাইের মধ্যে বিমান উড়বে বলে জানা গিয়েছে। অণ্ডাল বিমান বন্দর থেকে বেসরকারির সংস্থা স্পাইসজেটের বিমান চলবে।বিমান বন্দরের ডিরেক্টর জানান, আপাততঃ সপ্তাহে তিনদিনের জন্য বিমান উড়বে। সোমবার, বুধবার ও শুক্রবার চলবে বিমান।সূত্রের খবর, মুম্বাই থেকে দুপুরে ৩ টা ১৫ মিনিটে বিমান উড়বে। দুর্গাপুরে তা পৌঁছাবে বিকেল ৫ টা ৩০ মিনিটে। এরপর সন্ধ্যা ৬ টার সময় দুর্গাপুর থেকে সেই বিমান উড়বে মুম্বাইয়ের উদ্দেশ্যে। তা পৌঁছাবে রাত ৮ টা ১৫ মিনিটে। একইভাবে চেন্নাই থেকে বিমান দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে বিকেল ৫ টা ১০ মিনিটে।দুর্গাপুরে তা পৌঁছাবে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট নাগাদ। ওই একই বিমান দুর্গাপুর থেকে ছাড়বে রাত ৮ টায়। চেন্নাই পৌঁছাবে ১০ টা ৩০ মিনিট নাগাদ।