দেশ

ভারতে ৭০ হাজার কর্মী নিয়োগ করবে ফ্লিপকার্ট

 ফ্লিপকার্ট ঘোষণা করেছে ভারতে ৭০,০০০ নতুন কর্মী নিয়োগ করবে তারা। এর সঙ্গেই ডেলিভারি পার্টনার সহ আরও বেশ কিছু পদে আরও নিয়োগ প্রচুর নিয়োগ করবে। ভারতে উত্‍সবের মরশুম শুরু হতে চলেছে। এই সময়ে অনলাইন শপিং-এর হার অত্যধিক বেড়ে যায়। সেই চাপ সামাল দিতেই এই উদ্যোগ অনলাইন শপিং কোম্পানিটির। কোম্পানির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ফ্লিপকার্টের সব সাপ্লাই চেইনে সরাসরি চাকরির সুযোগ পেতে পারবেন কর্মপ্রার্থীরা। এজন্য ডেলিভারি এক্সিকিউটিভ, পিকার্স, প্যাকার্স এবং স্টোরার্স নিয়োগ করবে চারা। এছাড়া কোম্পানির বিক্রেতা পার্টনারের জন্য পরোক্ষে নিয়োগও করা হবে। অক্টোবরে যে উত্‍সবের মরশুম শুরু হয় দেশে তা গড়ায় দিওয়ালি পর্যন্ত। সেকথা মাথায় রেখে সামনের মাসেই শুরু হচ্ছে ফ্লিপকার্টের পাঁচ দিনব্যাপী অনলাইন শপিং উত্‍সব। কোম্পানি জানিয়েছে, সেজন্য ৫০,০০০-এরও বেশি কিরানা বা মুদি দোকানের সঙ্গে তারা চুক্তিবদ্ধ হচ্ছে যাতে শেষ মুহূর্তে পণ্য সরবরাহ করা যায়। প্রতি বছরই বিভিন্ন বহুজাতিক অনলাইন শপিং কোম্পানি ভারতে উত্‍সবের মরশুমে শপিং উত্‍সব করে।