টিভি শোয়ে কোনও একটি বিশেষ সম্প্রদায়কে প্রতারণামূলক ও উগ্র ভাবে টার্গেট করা হচ্ছে৷ এটা ঠিক নয়৷ মঙ্গলবার টিভি শো নিয়ে একটি মামলায় এ ভাবেই সমালোচনা করল সুপ্রিম কোর্ট৷ কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায়কে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আক্রমণ করার প্রবণতায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করল বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি কেএম জোসেফের বেঞ্চ ৷ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের শোয়ে সিভিল সার্ভিসে মুসলিমদের প্রবেশ নিয়ে একটি অনুষ্ঠানের কন্টেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়৷ সেই আবেদনের শুনানিতেই নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে ইলেকট্রনিক মিডিয়ায় নানা শোয়ের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট৷ ওই শোয়ের এপিসোডগুলির সম্প্রচারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘একটি দেশের সুপ্রিম কোর্ট হিসেবে, আমরা কখনওই বলতে পারি না, মুসলমানরা সিভিল সার্ভিসে অনুপ্রবেশ করছে ৷ আমরা এ সব সহ্য করব না৷ কেউ বলতে পারবে না, সাংবাদিকের যা খুশি বলার স্বাধীনতা আছে ৷’ ফ্রি প্রেস, ফ্রি স্পিচের নামে স্ক্রুটিনি ছাড়াই কোনও প্রোগ্রাম চলবে, যেখানে কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না ৷ সংশ্লিষ্ট চ্যানেলের আইনজীবীকে সুপ্রিম কোর্ট সতর্ক করে, স্বাধীনতার অপব্যবহার না করতে ৷ শীর্ষ আদালতের মতে, ইলেকট্রনিক মিডিয়ার প্রভাব দেশে অনেক বেশি৷ এই মাধ্যম চাইলে কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট দেশে অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে৷ তাই কিছু মানদণ্ড বজায় রাখতেই হবে৷ প্রেস ফ্রিডমের নামে যা ইচ্ছে, তাই করা যাবে না ৷