কলকাতা

কেন্দ্র চাইলেও, ২১ সেপ্টেম্বর থেকে খুলছে না রাজ্যের বেসরকারি স্কুলগুলি

কিছু দিন আগেই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক আগেই নির্দেশ দিয়েছিল। রাজ্যের প্রায় কোনও আইসিএসই এবং সিবিএসই স্কুলই ২১ সেপ্টেম্বর খুলছে না। বুধবার সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে আংশিকভাবে স্কুল খুলতে হবে। স্কুলের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের কাজ শেষ করার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। দূরত্ববিধি মেনে, পড়ুয়াদের বসানোর কথাও বলা হয়েছে। যদিও এ ব্যাপারে স্কুলগুলি রাজ্য সরকারের সিদ্ধান্তই মেনে চলবে। রাজ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছে। ফলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিএসই এবং সিবিএসই বোর্ডের অধীনস্থ স্কুলগুলিও বন্ধ থাকছে। তাই এ রাজ্যে স্কুল খোলার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন অধ্যক্ষরা।