রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না। জানিয়ে দিল গ্রিন ট্রাইবুনাল। শর্তসাপেক্ষে ছটপুজো করার আবেদন জানিয়েছিল কেএমডিএ। কিন্তু সেই আবেদন খারিজ করে গ্রিন ট্রাইবুনাল জানিয়ে দেয় রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না। সেই আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে যাচ্ছে কেএমডিএ। আগে জাতীয় পরিবেশ আদালতের তরফ থেকে রবীন্দ্র সরোবরের নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু তা সত্ত্বেও গতবার কার্যত গেট ভেঙে সরকারের দখল নেয় ছট পুজো করতে আসা মানুষজন। এই উদাহরণকে সামনে রেখে এদিন আদালতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলা হয়। বলা হয়, এই জলাশয় এবং সংলগ্ন এলাকার পরিবেশ বাঁচাতে সরকারের পদক্ষেপ করা হচ্ছে না। রবীন্দ্র সরোবরে শর্তসাপেক্ষে ছট পুজো করার বিষয়ে যে চেয়ে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দেওয়া হয়। সুপ্রিমকোর্টে যাবে কেএমডিএ।