আজ থেকে বদলে যাচ্ছে এসবিআইয়ের এটিএম থেকে টাকা তোলার নিয়ম। স্টেট ব্যাঙ্কের থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, একদিনে ১০ হাজার বা তার বেশি অঙ্কের টাকা SBI-এর এটিএম গুলি তুলতে হলে ওটিপি-র প্রয়োজন হবে । আজ অর্থাৎ ১৮ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হল। এই নতুন নিয়ম চালু করার বিষয়ে এসবিআই-এর রেটেইল ও ডিজিটাল ব্যাঙ্কিং সংক্রান্ত বিষয়ক ম্যানেজিং ডিরেক্টর সি এস শেট্টি বলেছেন, “এসবিআই সবসময় গ্রাহকদের সুবিধা ও সুরক্ষার কথা আগে ভাবে । উন্নত প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সচেষ্ট SBI । সর্বক্ষণের জন্য ওটিপি নির্ভর টাকা তোলার ব্যবস্থায় গ্রাহক সুরক্ষা আরও সুনিশ্চিত হল ।”