অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড-কে কর্পোরেট করতে সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রক KPMG অ্যাডভাইজারি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকে খৈতান অ্যান্ড কম্পানি লিমিটেডের সঙ্গে কনসাল্টেন্সি এজেন্সি হিসেবে নিযুক্ত করেছে । ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস-এ সরকারি ও বেসরকারি ভূমিকা নিয়ে আলোচনা ইদানীং বিতর্কের বিষয় হয়ে উঠেছে । একটি মাত্র বিষয়, যা নিয়ে অনেক মতামত জ্ঞাপন করা হচ্ছে, তা হল অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে কর্পোরেট করে তোলার বিষয় । তাৎক্ষণিক ফল পাওয়ার জন্য কিছু সময়ের জন্য এটা কার্যকরী করা হচ্ছে বলে অনেকেই তা মনে করছেন । জাতীয় নিরাপত্তার দিকটি সরকারি ও বেসরকারি ভূমিকা অধিকাংশ দেশেই স্পর্শকাতর বিষয় । ঠান্ডা যুদ্ধের পরই বেশিরভাগ ক্ষেত্রে উন্নত অর্থনীতিগুলিতে বেসরকারি ক্ষেত্রগুলির অংশীদারিত্ব দেখা গিয়েছে । তার কারণ সেনাবাহিনী সংকুচিত হওয়া এবং অস্ত্রের চাহিদা কমে যাওয়া । LAC তে যে ভাবে সম্মুখসমরের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, তাতে বলা যায় যে ভারতে নিরাপত্তার চিত্রটি একেবারে বিপরীত । খরচ সংক্রান্ত দৃষ্টিকোণ থেকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেসকে কমিয়ে দেওয়া খুবই জরুরি । কিন্তু এই কাজ যথাযথ সতর্কতা অবলম্বন করে করতে হবে । যাতে সাংগঠনিক অনিশ্চিয়তা ও বাধাগুলিকে হ্রাস করা যায় ।