বিহারঃ উদ্বোধনের আগেই ভেঙে পড়ল কঙ্কয়ী নদীর ওপর নির্মীয়মাণ সেতু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কিশনগঞ্জের দিঘলব্যাংক ব্লকের গুয়াবাড়ি গ্রামে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ২৬ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মিত হচ্ছিল। সেতুটি তৈরি হলেও বাকি ছিল সংযোগকারী রাস্তা নির্মাণের কাজ। এমাসের শেষের দিকে সেতুটির উদ্বোধন হওয়ার কথা ছিল। সেতুর ভেঙে পড়ার জন্য কঙ্কয়ী নদীর হঠাৎ গতিপথ পরিবর্তনকেই দায়ী করেছে প্রশাসন। তবে দিঘলব্যাংক ব্লকের গুয়াবাড়ি, কুরেলি প্রভতি গ্রামের বাসিন্দাদের দাবি, প্রশাসনের ব্যর্থতার জন্যই সেতুটি ভেঙে পড়েছে।কঙ্কয়ী নদী হিমালয় থেকে উৎপন্ন হয়ে নেপাল সীমান্ত অতিক্রম করে কিশনগঞ্জের দিঘলব্যাংকে ঢুকেছে। দিঘলব্যাংক থেকে বেরিয়ে এই নদী কিশনগঞ্জেই মহানন্দার সঙ্গে মিশেছে। সারা বছর সেভাবে কঙ্কয়ীতে জল না থাকলেও বর্ষার সময় নদীটি ভয়াল আকার নেয়। বর্ষার মরশুমে নদীর স্রোত তীব্র হয়ে যায়। এর ফলে দিঘলব্যাংক ব্লকের পাথরঘাটি পঞ্চায়েতের গুয়াবাড়ি গ্রামের বাসিন্দারা যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েন। বাসিন্দাদের কথা ভেবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় কঙ্কয়ীর ওপর ২৬ মিটার দীর্ঘ সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। সেতুর নির্মাণে ১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দও করা হয়েছিল। সেই মতো শুরু হয়েছিল সেতু তৈরির কাজ। গুয়াবাড়ির সঙ্গে সেতুর সংযোগকারী রাস্তা তৈরির কাজ বাকি ছিল। চলতি মাসের শেষের দিকে সেতুর উদ্বোধনের কথা ছিল। তবে গত সপ্তাহ থেকে নেপালে প্রবল বৃষ্টিপাত শুরু হওয়ায় কঙ্কয়ীর জল বাড়তে শুরু করে। প্রবল জলস্ফীতিতে কঙ্কয়ীর গতির অভিমুখ বদলে যায়। নদীর দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে ৭০ মিটার হয়ে পড়ে। এই প্রবল জলের তোড় সেতুটি সামাল দিতে পারেনি। ফলে সেতুটির একেকটি অংশ ধসতে শুরু করে। গত মঙ্গলবার গোটা সেতুটি ধ্বসে পড়ে।