রবিবার সকাল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব শুরু হয়ে গিয়েছে। ভোর থেকেই আকাশ রয়েছে মেঘলা। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু জেলায়। বইছে হাল্কা ঝোড়ো হাওয়াও। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝেঁপে বৃষ্টি শুরু হবে। তুমুল বৃষ্টির সম্ভাবনা সংলগ্ন এলাকা হাওড়া এবং হুগলিতেও।নিম্নচাপের ফলে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ফলে সাময়িক ভাবে তাপমাত্রার কিছুটা হেরফের হবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দিনেরবেলায় ভ্যাপসা-গুমোট গরম অনুভূত হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সকালে বাড়তি সতর্কতা জারি করে দিল নবান্নও। সব কিছুই করা হচ্ছে আপাতত বঙ্গোপসাগরে সৃষ্ট এক নিম্নচাপের আগ্রাসনকে ও তা থেকে উদ্ভূত প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে। এখনও পর্যন্ত এই নিম্নচাপের গতিপ্রকৃতি দেখে আবহাওয়াবিদদের ধারনা এই নিম্নচাপটি ক্রমশ গাঙ্গেয় বঙ্গে সরে আসবে ও শক্তিবৃদ্ধি ঘটাবে। এরপর সেটি বিহার-ঝাড়খণ্ডের দিকেও যেতে পারে, উত্তরবঙ্গেও যেতে পারে আবার বাংলাদেশের দিকেও চলে যেতে পারে। তবে প্রাথমিক দুর্যোগ গাঙ্গেয় বঙ্গেই পড়তে চলেছে। রবি সকাল থেকেই মেঘে মুখ লুকিয়েছে নীল আকাশ। সেই সঙ্গে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে হালকা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বিকাল থেকেই রাজ্যের উপকূলবর্তী দুই ২৪ পরগনা জেলা ও দুই মেদিনীপুরে শুরু হয়ে যাবে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে হাওয়া। যে সব মত্স্যজীবি সমুদ্রে মাছ ধরতে গিয়েছে তাঁদের আজ বিকালের মধ্যেই তীরে ফিরে আসতে বলা হয়েছে। সাগর এখন থেকেই আস্তে আস্তে উত্তাল হতে শুরু করায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিন ২৪ পরগনা জেলার সমুদ্রবাঁধ ও নদীবাঁধগুলিতে নজর রাখা শুরু করেছে স্থানীয় প্রশাসন। এদিন বিকাল থেকেই বৃষ্টি নামবে কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলায়। এদিন বিকাল থেকেই সাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমশ এগোতে শুরু করবে মূল স্থলভূমির দিকে। তাই সময় যতই গড়াবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়াও তত বাড়বে।