দেশ

আজ ফের সেনার উচ্চপর্যায়ের বৈঠকে বসছে ভারত-চিন

আজ ফের সেনার উচ্চপর্যায়ের বৈঠকে বসছে ভারত-চিন। কী ভাবে সীমান্তে উত্তেজনা কমানো সম্ভব সেই বিষয়েই আলোচনা হবে এই বৈঠকে। জানা গিয়েছে সোমবার সকালে সীমান্তে চিনের দিকে মল্ডোতে হবে এই বৈঠক। উপস্থিত থাকবেন দু’দেশের কম্যান্ডাররা। এদিনের বৈঠক ভারত ও চিনের মধ্যে হতে চলা ষষ্ঠ কম্যান্ডার স্তরের বৈঠক। এরা আগের পাঁচ বৈঠকে কোনও সমাধানসূত্র বের হয়নি। ভারতের তরফে এই বৈঠকে থাকবেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। তিনি লেহ-র ১৪ কর্পসের কম্যান্ডার। অন্যদিকে চিনের তরফে এই বৈঠকে উপস্থিত থাকার কথা দক্ষিণ শিংজিয়াং মিলিটারি রিজিয়নের কম্যান্ডার মেজর জেনারেল লিউ লিনের। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এদিনের বৈঠকে ভারত দাবি জানাবে যত তাড়াতাড়ি সম্ভব সীমান্ত লাগোয়া এলাকা থেকে সেনা সরিয়ে নেয় চিন। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক স্তরে সেনা সরানো নিয়ে যে আলোচনা হয়েছে তা কী ভাবে বাস্তবায়ন সম্ভব অর্থাত্‍ পূর্ব লাদাখ থেকে কীভাবে দুই দেশ সেনা সরাতে পারে সেই নিয়েই আলোচনা হতে চলেছে আজকের বৈঠকে। এই প্রথম সেনার কোনও বৈঠকে বিদেশমন্ত্রকের যুগ্মসচিব র‍্যাঙ্কের কোনও আধিকারিক যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।