কলকাতা

৮ সাংসদকে সাসপেন্ডের তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমরা এদের সামনে মাথা নোয়াবো না এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংসদে এবং পথে নেমে লড়ব

কৃষি বিল নিয়ে প্রতিবাদে মুখর হওয়ায় ডেরেক ও’ব্রায়ান, দোলা সেন সহ মোট আট সাংসদকে সাসপেন্ড করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইট, ‘কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখতে লড়াই করা আট সাংসদকে সাসপেন্ড করার ঘটনা দুর্ভাগ্যজনক। এই ঘটনা স্বৈরাচারী সরকারের গণতান্ত্রিক রীতিনীতিকে তাচ্ছিল্য করার মানসিকতাকে প্রমাণ করে দিল। আমরা মাথা নোয়াব না। আমরা সংসদ ও রাস্তায় নেমে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়ব। কেন্দ্রীয় সরকারের এই ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে তাঁরা লড়াই চালিয়ে যাবেন। আমরা এদের সামনে মাথা নোয়াবো না এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংসদে এবং পথে নেমে লড়ব।