৮ সাংসদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে। এই দাবিতে মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন বয়কট করলেন বিরোধীরা। রাজ্যসভায় বিরোধী নেতা গুলাম নবি আজাদ জানিয়ে দিলেন, সাসপেনশন না ওঠালে অধিবেশনে যোগ দেবেন না তাঁরা।
তার পরই ধরনা তুললেন সাসপেন্ড হওয়া আট সাংসদ। সংসদের বাইরে বাগানে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসেছিলেন তাঁরা। এদিন জিরো আওয়ারের পর রাজ্যসভার বিরোধী নেতা গুলাম নবি আজাদ তিনটি দাবি রাখলেন। এক, আট সাংসদের সাসপেনশন তুলে নিতে হবে। দুই, সরকার একটি বিল আনুক, যাতে বেসরকারি সংস্থা কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)–র কম দামে ফসল ক্রয় করতে না পারে। সেই এমেসপি নির্ধারণ করবে সরকারই। তিন নম্বর দাবি, এমএস স্বামীনাথন কমিটির সুপারিশ মেনে এমএসপি নির্ধারণ করতে হবে।
সংসদের গান্ধী মূর্তির সামনে সাসপেনশন তোলার দাবিতে বিক্ষোভও দেখান বিরোধীরা। সাসপেন্ড হওয়া সাংসদদের দাবি, শুধু সাসপেনশন তুললে হবে না। কৃষক–বিরোধী বিলও প্রত্যাহার করতে হবে।