দেশ

রাতভর বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, ব্যাহত রেল পরিষেবা

রাতভর বৃষ্টিতে জলমগ্ন মুম্বই। মঙ্গলবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে বাণিজ্য নগরীতে। লাগাতার বর্ষণে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে মুম্বই শহরের একটা বড় অংশ। কারণ রেললাইনে জল জমার ফলে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। অধিকাংশ জায়গায় বন্ধ রয়েছে ট্রেন। জলমগ্ন হয়ে বন্ধ রয়েছে একাধিক রাস্তাঘাট। মৌসম ভবন জানিয়েছে মঙ্গলবার রাতে ২৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মুম্বইয়ে। আজ সারাদিন মুম্বইয়ে আকাশ মেঘলা থাকবে এবং দিনভর ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ, বুধবার মুম্বইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় ১৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে মুম্বইয়ে।