কলকাতা

পুজোয় বিদ্যুত্‍ জোগান স্বাভাবিক রাখতে তত্‍পর রাজ্য

পুজোর সময়ে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুত্‍ পরিষেবা বহাল রাখা যায় সে ব্যাপারে তত্‍পরতা শুরু করে দিল রাজ্য সরকার। মঙ্গলবার বিদ্যুত্‍ ভবনে পুজোর প্রস্তুতি সংক্রান্ত বৈঠক করেন বিদ্যুত্‍মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুত্‍ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, ডব্লিউবিএসইডিসিএল-এর সিএমডি শান্তনু বসু ও ডব্লিউবিপিডিসিএল- এর সিএমডি পি ভি সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন কোল ইন্ডিয়া, এনটিপিসি,আই পি সি এল, সিইএসসি সহ বিদ্যুত্‍ সংক্রান্ত বিষয়গুলি সঙ্গে জড়িত সংস্থার আধিকারিকরা। উত্‍সবের মরশুমে বিদ্যুত্‍ পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়টি এই দিনের বৈঠকে সুনিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুত্‍মন্ত্রী। একইসঙ্গে শোভনদেববাবু জানান, কোভিড পূর্ববর্তী পর্যায় সারা রাজ্য জুড়ে বিদ্যুতের যে চাহিদা ছিল তা পুনরায় ফিরে এসেছে। অর্থাত্‍ লকডাউনের ফলে অফিস-কাছারি বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা অনেকটাই কমে গিয়েছিল। ফলে সর্বত্রই বিদ্যুত্‍ উদ্বৃত্ত হচ্ছিল। আনলক পর্বে আস্তে আস্তে সে সব খোলায় বিদ্যুতের চাহিদা স্বাভাবিক হয়েছে। প্রসঙ্গত, উমফান পরবর্তী সময়ে সিইএসসি এলাকায় বিদ্যুত্‍ ব্যবস্থা কার্যত উপড়ে যায়। দিকে দিকে গণবিক্ষোভে চাপে পড়ে যায় সরকারও। মুখ্যমন্ত্রী, বিদ্যুত্‍মন্ত্রী থেকে সরকারের সর্বোচ্চ অংশে তোলপাড় পড়ে যায়। তারপর সিইএসসির লাগাম ছাড়া বিল নিয়েও তুমুল বিক্ষোভ হয় রাজ্যজুড়ে। পুজোর সময়ে যাতে সেসব ঝক্কি না পোহাতে হয় সে কারণে এক মাস আগেই প্রস্তুতি বৈঠক সেরে ফেলল রাজ্য।