দেশ

নির্বাচনে লড়তে পারেন সুশান্ত-মামলায় খ্যাত বিহারের ডিজিপি! নিলেন স্বেচ্ছাবসর

স্বেচ্ছাবসর নিলেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় খবরের শিরোনামে আসা বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে। রাজনীতিতে মনোনিবেশ করতেই এই স্বেচ্ছাবসর নিয়েছেন তিনি বলে শোনা যাচ্ছে। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বক্সার কেন্দ্র বা বক্সার জেলার যে কোনো কেন্দ্র থেকে এনডিএ জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। মঙ্গলবার রাতে ইমেইল মারফত তাঁর অবসরের আবেদনপত্র পাঠানো হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। গভীর রাতে তা গ্রহণ করে একটি অফিসিয়াল নোটিশ জারি করেছে মন্ত্রক। যদিও রাজনীতিতে আসা নিয়ে মুখ খুলতে নারাজ গুপ্তেশ্বর পান্ডে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে আর একটি নোটিশ জারি করা হয়েছে, যেখানে হোম-গার্ডস ও দমকল বাহিনীর ডিজি এস কে সিঙ্ঘলকে বিহার ডিজিপির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।পদে থাকাকালীন একাধিকবার বিতর্কিত মন্তব্যের মাধ‍্যমে নিজের রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করেছেন গুপ্তেশ্বর পান্ডে।‌ ২০০৯ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু ব‍্যর্থ হন। পরে নীতীশ কুমারের হস্তক্ষেপে পুনরায় চাকরিতে ফেরেন তিনি।