হক জাফর ইমাম, মালদা: ইংলিশবাজারে পুকুরে মাছ ধরা নিয়ে রেষারেষিতে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ বাঁধল। এই ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মাছ ধরার জাল চুরির অভিযোগে দুই পক্ষের মধ্যে শুরু হয় মারপিঠ। ধারালো অস্ত্রের ঘায়ে মৃত্যু হয় দুই জনের। আরও দু’জন জখম হয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তিদের নাম অর্জুন ঘোষ(৩০), ও ফুলচাঁদ ঘোষ(৩২)। জখম হয়েছে ভীম ঘোষ। জানা গিয়েছে বুধবার বিকেলে একটি জাল ভেসে আসে পুকুরে। সেই জাল অর্জুন ও ফুলচাঁদ মাধ ধরার জন্য পুকুরে ফেলে। কিছুক্ষণ পর গ্রামেরি রাজেষ ও মদন এসে তাদের কাছে জালের দাবি জানায়। এই নিয়ে বিবাদ শুরু হয়। অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে অর্জুন ও ফুলচাঁদকে কোপাতে থাকে এলোপাথাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের। তাদের বাঁচাতে এসে জখম হয় পরিবারের কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায় মালদা ইংরেজবাজার থানার পুলিশ।