কলকাতা

‘রাজ্যপাল পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছেন’, ধনকড়ের নামে থানায় অভিযোগ দায়ের শিবসেনার

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের নামে থানায় অভিযোগ দায়ের শিবসেনা। জানা গেছে, পূর্ব বিধাননগর থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করেছেন শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার। রাজ্যপালের টুইটে বাক্যবাণ নিয়ে এদিন থানায় অভিযোগ দায়ের করেন তিনি। শিবসেনার সাধারণ সম্পাদক অশোকবাবু এই প্রসঙ্গে বলেন, “রাজ্যপাল পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছেন। উনি রাজ্যের মাথা হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্রমশই যেসব কথাবার্তা বলে চলেছেন তা মেনে নেওয়া যায় না। গত ছয় সাত মাস ধরে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে টুইট করে যাচ্ছেন। রাজ্য সরকারের প্রতি রাজ্যপালের এহেন ব্যবহার আগে কখনো হয়নি”। শিবসেনার সাধারণ সম্পাদক আরও বলেন, “অন্যান্য বিরোধী দল দেখা করতে চাইলে উনি সময় দিচ্ছেন না। অথচ বিজেপির প্রতিনিধিদলের সঙ্গে যখন তখন দেখা করছেন। আমরা দেখা করতে চাইলে করোনার অজুহাত দিচ্ছেন। বিজেপির সুবিধা হয় এমন ধরনের কাজই তিনি করছেন”। একইসঙ্গে রাজ্যপালকে তিনি বিজেপির ক্যাডার এবং রাজভবনকে বিজেপির পার্টি অফিস বলেও অভিযোগ করেন। রাজ্যপালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আসছিল। এবার একই পথে হাঁটল শিবসেনা। যেহেতু রাজ্যপাল পদের কিছু সাংবিধানিক ক্ষমতা রয়েছে তাই তাঁর বিরুদ্ধে এইভাবে পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তাই অভিযোগ গ্রহণ করলেও এই নিয়ে বিশেষ কোনও পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে না পুলিশ।