চেন্নাইয়ে হারিয়ে ২০২০ আইপিএলে দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালের। সিএসকে-কে ৪৪ রানে হারাল দিল্লি ক্যাপিটাল। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ দুরন্ত শুরু করেন। প্রথম থেকেই মারকাটারি ব্যাটিং করতে থাকেন তাঁরা। প্রথম উইকেটে ১০.৩ ওভারে যোগ করেন ৯৪ রান। তবে এরপরই ব্যক্তিগত ৩৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন ধাওয়ান। তবে অর্ধশতরান পূর্ণ করেন পৃথ্বী। আউট হওয়ার আগে তাঁর সংগ্রহ ৪৩ বলে ৬৪ রান। এরপর অধিনায়ক শ্রেয়স এবং ঋষভ দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২৬ রানে শ্রেয়স আউট হলেও ২৫ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন পন্থ। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৭৫ রানেই থামে দিল্লির ইনিংস। প্রথম দশ ওভারের তুলনায় পরের দশ ওভারে চেন্নাই বোলারদের বোলিং পারফরম্যান্স কিছুটা হলেও ভাল হয়। আর সেকারণেই দিল্লির রান ২০০-র গণ্ডি পেরোয়নি। সিএসকে-র হয়ে চাওলা দু’টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ফের মন্থর শুরু করে চেন্নাই। ফলস্বরূপ বাড়তে থাকে আস্কিং রেট। আর রানের গতি বাড়াতে গিয়ে পরপর বেশ কয়েকটি উইকেট শুরুতেই পড়ে যায়। ওয়াটসন (১৪), বিজয় (১০) কিংবা ঋতুরাজ গায়কোয়াড (৫) কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। প্রথম দশ ওভারে যেখানে দিল্লি ৯৪ রান তুলেছিল, সেখানে চেন্নাই তোলে মাত্র ৪৭ রান। এর মধ্যে বেশিরভাগ রানই ছিল ডু’প্লেসির।