অবশেষে সেই গোঁসা ভাঙাতে অত্যন্ত ‘গুরুত্বহীন’ বিজেপির জাতীয় সহসভাপতির পদ দেওয়া হল মুকুল রায়কে। মুকুল ছাড়াও আরও ১১ জন সহসভাপতি রয়েছেন এই তালিকায়। এবার বিজেপির সর্বভারতীয় কমিটিতে থেকে বাদ পড়়লেন রাহুল সিনহা। এর আগের কমিটিতে রাহুল সর্বভারতীয় সম্পাদক পদে ছিলেন। কিন্তু বর্তমান সভাপতি জগত্প্রকাশ নাড্ডা রাহুলকে সরিয়ে সর্বভারতীয় সম্পাদক পদে বাংলা থেকে তুলে আনলেন দুটি নতুন মুখ। প্রথম জন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ট। দ্বিতীয় জন বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। রাজ্য বিজেপির বহু পুরনো নেতা রাহুল সিনহা। পাশাপাশি, নির্বাচনের আগে বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কমাতে মুকুল ঘনিষ্ঠ ‘পারাজিত’ অনুপম হাজরাকে জাতীয় সম্পাদক মন্ডলীর সদস্য করা হয়েছে। সারা ভারতে মোট ১৩ জন জাতীয় সম্পাদকমন্ডলীর সদস্য রয়েছেন।