রাজ্যের মুখ্যসচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবারই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তাতে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহা। তাঁর জায়গায় আসছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। ১৯৮৭-র ব্যাচের আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় এতদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও সংসদ বিষয়ক এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বও তাঁর হাতে ছিল। সোমবার নিজের টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমি এটা জানাতে পেরে খুব আনন্দিত যে বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের নতুন মুখ্যসচিব নিযুক্ত করা হল। বর্তমান অর্থ দপ্তরের সচিব হরেকৃষ্ণ দ্বিবেদিকে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব নিযুক্ত করা হল। অন্যদিকে অর্থ দপ্তরের সচিবের দায়িত্ব পেলেন মনোজ পন্থ। আগামী ১ অক্টোবর থেকে দায়িত্ব নেবেন তিনজন।’
মুখ্যমন্ত্রী আরও একটা টুইটে জানিয়েছেন মুখ্যসচিবের দায়িত্ব ছাড়লেও অন্য একটি দায়িত্ব দেওয়া হচ্ছে রাজীব সিনহাকে। তিনি বলেন, ‘আমি আরও জানাতে চাই রাজ্যের বিদায়ী মুখ্যসচিব রাজীব সিনহাকে তিন বছরের জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান করা হল। রাজ্য সরকারের হয়ে কাজের জন্য তাঁকে ধন্যবাদ।’ এছাড়া রাজ্যের পরিবহণ দফতরের নতুন সচিব হলেন বর্তমানে আদিবাসী কল্যাণ দফতরের সচিবের দায়িত্বে থাকা ১৯৯৭ ব্যাচের আইএএস রাজেশ সিনহা। নতুন তথ্য ও সংস্কৃতি সচিব হয়েছেন ২০০০ সালের আইএএস শান্তনু বসু। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি রাজ্য বিদ্যুত্ সরবরাহ নিগম লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বও সামলাবেন।