আজ টুইট করে রাহুল গান্ধি লেখেন , ’’কৃষি আইন আমাদের দেশের কৃষকদের কাছে মৃত্যুদণ্ডের সমান ৷ সংসদ এবং তার বাইরেও তাদের কণ্ঠ রোধ করা হচ্ছে ৷ ’’ কৃষি বিল পাশের সময় সংসদের নিয়ম আদৌ মানা হয়েছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও কেন্দ্রীয় সরকারের দাবি ছিল, নিয়ম মেনেই ভোট হয়েছে । সম্প্রতি রাজ্যসভা টিভির ফুটেজ খতিয়ে দেখে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম । সেক্ষেত্রে যে তথ্য সামনে আসছে তার সঙ্গে সরকারের বয়ানে যথেষ্টই পার্থক্য রয়েছে । এই প্রতিবেদন তুলে আজ টুইটারে তিনি লেখেন, ’’দেশের গণতন্ত্রের যে মৃত্যু হয়েছে এটাই(ছবি) তার প্রমাণ ৷’’ উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর বিক্ষোভের মাঝেই রাজ্যসভায় পাশ হয় কৃষি বিল ৷ ওই দিন ডেপুটি চেয়ারম্যানকে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে । বিক্ষোভের নামে অসংসদীয় আচরণের অভিযোগ ওঠে কয়েকজন সাংসদের বিরুদ্ধে । সম্প্রতি রাজ্যসভা টিভির ফুটেজ খতিয়ে দেখে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম । সেক্ষেত্রে যে তথ্য সামনে আসছে তার সঙ্গে সরকারের বয়ানে যথেষ্টই পার্থক্য রয়েছে । আর এই ভিডিও ফুটেজ ইশুতেই এবার মোদি সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি।