আমেরিকায় চিনা ভিডিও অ্যাপ টিকটককে নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমেরিকায় টিকটক নিষিদ্ধ করার জন্য তাঁর যাবতীয় উদ্যোগ ও প্রচেষ্টা সজোরে ধাক্কা খেল মার্কিন আদালতে। টিকটক অ্যাপ বন্ধ করার ব্যাপারে ট্রাম্পের নিষেধাজ্ঞা খারিজ করে দিল ওয়াশিংটনের ফেডারেল আদালত। ট্রাম্প প্রশাসন নির্দেশিকা জারি করেছিল, রবিবার মধ্যরাত থেকে আর টিকটক ডাউনলোড করা যাবে না। অ্যাপল ও গুগল স্টোর থেকে এই ভিডিও অ্যাপ ডাউনলোড করতে পারবেন না মার্কিন বাসিন্দারা। অন্যদিকে মেসেজিং অ্যাপ উইচ্যাট পুরোপুরি নিষিদ্ধ করার কথা বলেছিলেন ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, দেশের জাতীয় নিরাপত্তায় হস্তক্ষেপ করছে টিকটক ও উইচ্যাট। তথ্য চুরির চেষ্টাও করেছে এই দুই চিনা অ্যাপ। তাই দেশের জনগনের নিরাপত্তার স্বার্থে এই দুই অ্যাপ বন্ধ করে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। তবে টিকটকের মালিকানাধীন সংস্থা বাইটড্যান্সের আবেদনের ভিত্তিতে ট্রাম্পের এই নিষেধাজ্ঞা স্থগিত রাখারই নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক কার্ল নিকোলস্। এই রায়ের ফলে আপাতত ১২ নভেম্বর পর্যন্ত সকলেই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।