নয়া কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনের মাত্রা আরও বাড়াচ্ছেন কৃষকরা। পঞ্জাব-সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে আন্দোলন-বিক্ষোভ। মঙ্গলবার ষষ্ঠ দিনে পড়ল কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির ডাকা ‘রেল রোকো’ কর্মসূচি। ‘রেল রোকো’ কর্মসূচি এবং বিক্ষোভের জেরে মঙ্গলবারও ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। এবার বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে কিষাণ মজদুর সংঘর্ষ কমিটি। মঙ্গলবার সকালে অমৃতসরে কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘আগামী ১ অক্টোবর, সমগ্র দেশজুড়ে অন্যদের সঙ্গেই, একসঙ্গে গণ আন্দোলনের ডাক দেব আমরা।’