পুজোর আগে হকারদের জন্য ২০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাকা দেওয়ার প্রক্রিয়া কিছুদিনের মধ্যেই শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। এজন্য আবেদনপত্র তৈরি হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই তা ছাড়া হবে। পুরসভা সূত্রে খবর, শহরে হকার নিয়ে যে সমীক্ষা চালানো হয়েছিল, তার সর্বশেষ রিপোর্টে ৮১ হাজার হকারকে নির্দিষ্ট করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত, তাঁদের ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।