দেশ

হাথরাস কাণ্ড: মুখ্যমন্ত্রী আদিত্যনাথের পদত্যাগ দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে হাথরাসে গণ ধর্ষিতা ও মৃত মহিলার বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে যান অধীর। পথে তার গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ। তিনি পায়ে হেঁটে নিগৃহীতার পরিবারের সঙ্গে দেখা করতে যান। ছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। পরে রাহুল গান্ধীকে গ্রেটার নয়দায় ঢোকার মুখে আটক করে উত্তর প্রদেশের পুলিশ। অধীর বলেন, উত্তর প্রদেশ সরকার রাহুল ও প্রিয়াঙ্কাকে ভয় পেয়েছে। তাই তাদের আটকেছে পুলিশ। তিনি বলেন, উত্তর প্রদেশে প্রতিদিনই একটা না একটা ধর্ষণ হয়ে চলেছে। উত্তর প্রদেশ ধর্ষণের রাজ্য হয়ে উঠেছে। প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অবিলম্বে পদত্যাগ দাবি করেন। কংগ্রেস নেতাদের যাওয়ার আগেই ইউপি প্রশাসন সকালেই জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করে। করোনাভাইরাসের কারণ দেখিয়ে সীমান্তে ব্যারিকেড তৈরি করা হয়।