শ্লীলতাহানির অভিযোগে ফের এক বিজেপি নেতা গ্রেপ্তারের ঘটনায় অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাও আবার নবনিযুক্ত জেলা বিজেপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন দলের মহিলারাই। অভিযোগের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা সাধারণ সম্পাদককে পুলিশ গ্রেপ্তারও করেছে। গত রবিবার দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজার পৌঁছতেই তাঁকে ঘিরে জেলা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেন দলের স্থানীয় কর্মী-সমর্থকরা। যা নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল মারামারি বেধে যায়। ওই দিনের ঘটনায় ৫ জন গুরুতর আহত হন। একই সঙ্গে অভিযোগ ওঠে জেলা সভাপতির উপস্থিতিতেই পার্টি অফিসের মধ্যেই মহিলাদেরও হেনস্থা করা হয়েছে। মহিলাদের গায়ে হাত দেওয়া, শাড়ি ধরে টানাটানি করার অভিযোগে বিজেপির জেলা সম্পাদক স্বরূপ দত্ত ও মণ্ডল সভাপতি দেবপম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হয়। বারুইপুর থানায় বিজেপি মহিলা মোর্চার তরফে অভিযোগ করেন মুধুস্মিতা রায়। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় স্বরূপ দত্তকে গ্রেপ্তার করা হয়।