নয়াদিল্লিঃ করোনা মোকাবিলায় মোদি সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তোলেন পাঁচ প্রাক্তন আমলা। তদন্ত কমিটি গঠনের দাবিতে পিটিশন দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। আজ সেই পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। করোনা রুখতে কেন্দ্র ব্যর্থ না সফল তা বিচারের ভার জনগণের উপরেই ছাড়া উচিত বলে মনে করে সুপ্রিম কোর্ট। কখনই আদালত এব্যাপারে কোনও পদক্ষেপ করতে পারে না। গোটা দেশ করেনাার গ্রাসে। রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। প্রতিদিন হাজার-হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। করোনা রুখতে কেন্দ্রীয় সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব ছিল বলে মনে করেন পাঁচ প্রাক্তন আমলা। কেন্দ্রের বিরুদ্ধে এব্যাপারে তদন্ত কমিটি গড়ার দাবি জানিয়ে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করা হয়। শীর্ষ আদালতে এদিন সওয়ালে প্রশান্ত ভূষণ বলেন, ‘কেন্দ্রের পরিকল্পনার অভাবে করোনা বেড়েছে। করোনা মোকাবিলায় ব্যর্থ কেন্দ্রীয় সরকার। ২ কোটি মানুষ চাকরি হারিয়েছেন। কয়েকশো পথ হেঁটে যেতে হয়েছে পরিযায়ী শ্রমিকদের। অনেকের খাওয়া-দাওয়ার বন্দোবস্তও করা যায়নি।” যদিও শীর্ষ আদালতে প্রশান্ত ভূষণের কেন্দ্রের বিরুদ্ধে তোলা এই যুক্তি খারিজ করে দিয়েছে।