দেশ

লকডাউনে ফলে বাতিল হওয়া টিকিটের পুরো দামই ফেরত দিতে হবে বিমান সংস্থাগুলিকে:‌ সুপ্রিম কোর্ট

করোনার জেরে লকডাউনের ফলে বাতিল হয়ে যাওয়া উড়ানের টিকিটের পুরো দামই যাত্রীকে ফেরত দিতে হবে। এমনকি ক্যান্সেলেশন চার্জ বা বাতিল হওয়ার জন্য নির্দিষ্ট মূল্যও কাটতে পারবে না বিমান কোম্পানিগুলি। বৃহস্পতিবার এই আদেশ দিল সুপ্রিম কোর্ট। ঘরোয়া এবং আন্তর্জাতিক, দুরকম সফরেই এই আদেশ লাগু হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ টিকিটের মূল্য ফেরত নিয়ে করা ডিজিসিএ-র সুপারিশের ভিত্তিতে এই আদেশ দিয়েছে। আদালত বলেছে, ট্র‌্যাভেল এজেন্টদের কাছ থেকে যাঁরা টিকিট কেটেছেন, তাঁরা ওই টিকিটের টাকা সেই সব এজেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলে পর তারপর সেখান থেকে ফেরত পাবেন। ক্রেডিট শেলেও অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। যার অর্থ, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বিমান কোম্পানিগুলি যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার সময় পাবে। কিন্তু লকডাউনের সময়, অর্থাত্‍, ২৫ মার্চ একে ২৪ মে-র মধ্যে ঘরোয়া বা আন্তর্জাতিক উড়ানের বুক করা টিকিটের মূল্য কোনও যাত্রী ফেরত চাইলে, অবিলম্বে সেই সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে বিমান কোম্পানিকে। টিকিট বাতিলের ফি-ও তারা কাটতে পারবে না।