ফের আর্থিক জালিয়াতির অভিযোগ পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিরুদ্ধে। এআর ১২০৩ কোটি টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ উঠল গুজরাতের এক সংস্থার বিরুদ্ধে। এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘটনার কথা জানায় ব্যাংক কর্তৃ্পক্ষ। এর আগে একাধিক আর্থিক জালিয়াতির শিকার হয়েছে পিএনবি। ঋণ নিয়ে দেশ ছেড়েছেন একাধিক ব্যবসায়ী। ব্যাংকের তরফে জানানো হয়েছে, আমদাবাদের জোনাল কর্পোরেট শাখা থেকে এই ঋণ মঞ্জুর করা হয়েছিল। আমদাবাদের ধুঁকতে থাকা সিনটেক্স ইন্ডাস্ট্রি লিমিটেডকে এই অঙ্কের অর্থ ঋণ হিসেবে দেওয়া হয়েছিল। কিন্তু তা এখনও ফেরত পাওয়া যায়নি। বদলে গত ডিসেম্বরে সেই ঋণ ফেরতের ধরণ বদলাতে চেয়ে আবেদন জানিয়েছিল সংস্থাটি। কিন্তু তা মঞ্জুর হয়নি। ব্যাংকের তরফে জারি করা নিদের্শিকায় জানানো হয়েছে, তারা এই অনাদায়ী ঋণের জন্য ২১৫.২১ কোটি টাকা প্রভিশন রেখেছিল। আরবিআই-এর নিয়ম অনুসারে কোনও সংস্থাকে ঋণদানের সময় প্রভিশন রাখা বাধ্যতামূলক। কোন ঋণের জন্য কত টাকা প্রভিশন রাখা হবে, তা সেই ব্যাংক সিদ্ধান্ত নেবে। তবে এ নিয়েও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দিষ্ট নিয়ম আছে।