জেলা

শিলিগুড়িতে ‘পথশ্রী’ প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর, সারাই হবে ১২ হাজার কিলোমিটার রাস্তা

‘পথশ্রী’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির ফুলবাড়ি থেকে এই প্রকল্পের সূচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় গোটা রাজ্যে ১২ হাজার কিলোমিটার রাস্তা সারাই করা হবে। গত সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারই শেষদিনে এই প্রকল্পের সূচনা করলেন তিনি। বৃহস্পতিবারই কলকাতা ফিরে আসেন মমতা। তার আগে উত্তরকন্যা লাগোয়া পূর্ব ধনতলায় এই পথশ্রী প্রকল্পের সূচনা করেন তিনি। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার পূর্ব ধনতলায় রাজ্যব্যাপী এই প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী নিজে হাতে বিটুমিন ঢালায় করেন। প্রকল্পের উদ্বোধনে এসে তিনি বলেন, ‘শুক্রবার মহাত্মা গান্ধীর জন্মদিনকে সামনে রেখে তাঁর পদতলেই এই কাজ সমর্পণ করলাম। ইংরেজ আমল থেকে বাম আমল ছাড়িয়ে ১০০ বছরেরও বেশি সময়ে রাজ্যে মাত্র ৯২ হাজার ২৩ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। অথচ মাত্র ৮ বছরে আমরা ৩ লক্ষ ১৬ হাজার ৭৩০ কিলোমিটার রাস্তার কাজ করেছি। কোভিড পরিস্থিতির জন্য এই বছর এখনও কাজ শুরু করতে পারিনি। কিন্তু তাও রাস্তার কাজে বাংলা ১ নম্বরে রয়েছে। এখানে পরিকাঠামো বৃদ্ধির হার ২৪৪ শতাংশ।’ মুখ্যমন্ত্রী আরও জানান, তাঁর সরকার মনে করে সড়কই হল সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ। রাস্তার মাধ্যমেই উন্নয়নের প্রসার হয়। ২০২০-২১ অর্থবর্ষে রাস্তার জন্য তাঁর সরকার ৫ হাজার ৭৪৭ কোটি টাকা বাজেটে বরাদ্দ করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার বাংলায় সড়ক সংক্রান্ত সব প্রকল্পকে এক ছাতার তলায় এনে এই পথশ্রী প্রকল্পের সূচনা করেছে। সড়ক নির্মাণ ও সংস্কারের কাজে যাতে গতি আসে তার জন্য বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় আরও ভাল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানানো হয়েছে, এবার থেকে নতুন তৈরি হওয়া কিংবা সংস্কার হওয়া রাস্তায় এই পথশ্রী প্রকল্পের বোর্ড বসবে। সেখানেই রাস্তা তৈরির সব খুঁটিনাটি তথ্যের উল্লেখ করা থাকবে।