উৎসবের দিনগুলিতে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে আরও ২০০ টি স্পেশাল ট্রেন চালানো হবে । ১৫ অক্টোবর থেকে এই নতুন স্পেশাল ট্রেনগুলি চালু হবে । রেল বোর্ডের চেয়ারম্যান ও সিইও ভিকে যাদব গতকাল জানিয়েছেন, উৎসবের মরশুমে যাত্রীদের চাপ সামাল দিতে ২০০ টি ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই বাড়তি স্পেশাল ট্রেনগুলি চালানো হবে । ভারতীয় রেল সূত্রের খবর, লম্বা রুটগুলিতে যাত্রীদের সুবিধার্থে প্রয়োজন হলে একই ট্রেনের ক্লোন চালু করা হবে । এর আগে, ওয়েটিং লিস্ট সিস্টেমের সমস্যা দূর করতে যেসব রুটে যাত্রীদের চাপ বেশি, সেইসব রুটে ক্লোন ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রতি বছরই দুর্গাপুজো, দীপাবলি, ছট পুজোর সময়ে বিভিন্ন রাজ্যে থেকে রেলযাত্রীদের সংখ্যা অনেকাংশে বেড়ে যায় । এই বাড়তি যাত্রী চাপের কথা মাথায় রেখেই ২০০ টি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল ।