হক জাফর ইমাম, মালদা: বিজেপি ও কংগ্রেস দল ছেড়ে তৃণমূল দলে যোগদান করেন মালদা কালিয়াচক ৩ নম্বর ব্লকের বোষ্টম নগর এলাকার সাধারণ মানুষ। যোগদান পর্ব শুরু হয়।সেখানে বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের মেম্বার ধনঞ্জয় মন্ডল সঙ্গে শতাধিক কংগ্রেস কর্মীদের নিয়ে। এছাড়াও বিভিন্ন দল থেকে আসা প্রায় তিন শতাধিক সাধারণ মানুষ যোগদান করলেন তৃণমূলে দলে। শনিবার মালদা কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর এলাকায় তৃণমূলের তরফ থেকে যোগদান শিবিরের আয়োজন করা হয়।সেই সভায় উপস্থিত ছিলেন শাহবাজপুরে অঞ্চলের তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট শাজাহান আলী, আজহার মাস্টারমশাই, মনিরুল ইসলাম, প্রতুল চন্দ্র মন্ডল, মালদা জেলা তৃণমূলের কডিনেটর অম্লান ভাদুরি। যোগদান শিবিরে বক্তব্য রাখেন দুর্গেশ সরকার, অম্লান ভাদুরি, শাহজাহান আলী, আরো অনেক তৃণমূল কর্মীরা। তারপর প্রমোদ ভবনে জেলা তৃণমূলের কো অর্ডিনেটর অম্লান ভাদুড়ী ও দূর্গেস সরকার কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে যোগদান করালেন। যোগদান পর্ব শেষে দুর্গেশ বাবু জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২০২১ বিধানসভার কথা মাথায় রেখে বিভিন্ন দল থেকে আসা মানুষকে দলে যোগ দিয়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি করা হচ্ছে, বৈষ্ণবনগর বিধানসভায় ৮০ হাজার হিন্দু চাঁই কমিউনিটির ভোট আছে, তাদেরকে দলে ফেড়াতে আজ থেকে অভিযান শুরু করলাম। মানুষের পাশে থেকে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে কাজ করে যাব।