দেশ

‘পলিগ্রাফ টেস্ট করাবে না’, সিট-কে জানিয়ে দিল নির্যাতিতার পরিবার

হাতরাসে নির্যাতিতার বাড়িতে গেল বিশেষ তদন্তকারী দল (সিট)। তদন্তকারীরা কথা বললেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। কথা বলেন তাঁর আত্মীয়দের সঙ্গে। তাঁদের বয়ান রেকর্ড করা হয়। তাঁদের পলিগ্রাফ এবং নার্কোঅ্যানালিসিস পরীক্ষার সুপারিশ করেছে সিট। কিন্তু মৃতার মা সাফ জানিয়ে দিয়েছেন, কোনওরকম পরীক্ষানিরীক্ষা তাঁরা করাবেন না। বরং তাঁর মেয়ের উপর যারা অত্যাচার করেছে, পরীক্ষা তাদেরই করানো উচিত। জেলাশাসকের বিরুদ্ধে এদিনও ক্ষোভ উগড়ে দিয়ে প্রৌঢ়া বলেছেন, তাঁদের বয়ান বদলের জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন জেলাশাসক। সিটের প্রথম তদন্তের রিপোর্টের ভিত্তিতেই হাথরসের এসপি, ডিএসপি সহ কয়েকজন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  মৃতার দাদা রবিবার জেলাশাসকের পদত্যাগ দাবি করে বলেন, তাঁরা চান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির তদারকিতেই এই মামলার তদন্ত করুক তদন্তকারী দল।  রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর সঙ্গে হওয়া তাঁর কথাবার্তার যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে শোনা যাচ্ছে, ওই যুবককে কেউ আবেদন করছেন, রাহুলদের উপস্থিতিতেই যেন তিনি পুলিশ এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন। ওই ধরনের কোনও কথা হয়নি বলে মন্তব্য করেছেন যুবক। আরেকটি অডিও ক্লিপে শোনা যাচ্ছে, রাজ্য সরকার মৃতার পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দিলেও তারা সেটা অস্বীকার করছে।