চিন এবং পাকিস্তানের সঙ্গে দুমুখী যুদ্ধ হোত বা অন্য যে কোনও যুদ্ধ। ভারতীয় বায়ুসেনা সম্পূর্ণ প্রস্তুত আছে। সোমবার বায়ু সেনার বার্ষিক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া। তিনি এদিন ঘোষণা করেন, ‘দুমুখো যুদ্ধ সহ যে কোনও সম্ভাব্য সংঘর্ষের জন্য তৈরি ভারতীয় বায়ু সেনা। আমাদের প্রতিবেশী এলাকা এবং তার বাইরে ঘনিয়ে ওঠা আতঙ্কের পরিবেশ মোকাবিলায় পূর্ণ ক্ষমতা আছে। আপনাদের বলতে চাই আমরাই সেরা।’ লাদাখে চীনের সঙ্গে চলা টানাপোড়েন সম্পর্কে বায়ু সেনাপ্রধান বলেন, যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার মতো সব জায়গায় বাহিনী মোতায়েন করেছে বায়ু সেনা। যারা ওই এলাকার গতিবিধির দিকে নজর রাখছে। ভাদোরিয়ার আশ্বাস, ‘আশ্বস্ত থাকুন আমরা শক্তিশালীভাবে বাহিনী মোতায়েন করেছি এবং যে কোনও গন্ডগোল মোকাবিলায় তত্পর। উত্তরপূর্বে আমাদের পরিকল্পনা মজবুত আছে। সংঘর্ষের সময় উত্তরপূর্বে বায়ু শক্তির দখলও অত্যন্ত জোরাল থাকবে।’