সোমবার বিকেলে উত্তরপ্রদেশ পুলিশ মথুরা থেকে চার ব্যক্তিকে আটক করে। তাঁরা হাথরাসে যাচ্ছিলেন। বুধবার তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। ধৃতদের মধ্যে আছেন এক সাংবাদিক। তিনি কেরলের এক ওয়েবসাইটে কাজ করেন। পুলিশের ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে লেখা হয়েছে, গ্রেফতার হওয়া চারজন একটি ওয়েবসাইট চালান। সেই সাইটের মাধ্যমে দাঙ্গায় উস্কানি দেওয়া হয়। দাঙ্গাকারীদের অর্থ যোগানো হয়। ধৃত চার ব্যক্তি হাথরাসে মৃত তরুণীর বাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তাঁদের তিনজন বিতর্কিত পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার চার সদস্য। চলতি বছরের শুরুতে উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের জন্য এই সংগঠনটিকেই দায়ী করে যোগী আদিত্যনাথ সরকার। সংগঠনটিকে নিষিদ্ধ করতে চাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আতিকুর রহমান, সিদ্দিকি, মাসুদ আহমেদ এবং আলম। সোমবার সন্ধ্যায় একটি সূত্রে পুলিশ জানতে পারে, কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি হাথরাসের দিকে যাচ্ছেন। পরে রাস্তায় একটি টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়।