বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ। এবার কালীঘাটে খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপির মহিলা মোর্চা। জমায়েত থেকে উঠছে জয় শ্রী রাম স্লোগানও। ঘটনাস্থলে পরিস্থিতি সামলাচ্ছে পুলিস। অন্যদিকে, বিজেপির নবান্ন অভিযান ঘিরে চরম উত্তেজনা শহরে। সেন্ট্রাল অ্যাভিনিউ, হেস্টিংস, হাওড়া ময়দান ও সাঁতরাগাছি এই চার জায়গায় ইতিমধ্যেই বিরাট সংখ্যক কর্মী ও সমর্থকদের জমায়েত শুরু হয়েছে। এই চার এলাকা সংলগ্ন সব রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে ইতিমধ্যেই উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার একাংশে যানজট শুরু হয়ে গিয়েছে। রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন, বাসে অপেক্ষা বহু যাত্রীর। এই চিত্রই সারা শহরে দেখা যাচ্ছে। সেন্ট্রাল অ্যাভিনিউ কার্যত সকাল সাড়ে ১১টা থেকেই অবরুদ্ধ হয়ে গিয়েছে। গাড়ি একচুলও এগোচ্ছে না। অন্যদিকে, হেস্টিংস-এর মিছিলের জন্য খিদিরপুর, মোমিনপুর, নিউ আলিপুর, টালিগঞ্জ-সহ দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজপথে তাণ্ডব শুরু হয়ে গিয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের।